মায়ের জাত নারী জাত

বাসার বাহির থেকে নক দেওয়ার পর
তোমার বোন যদি টপস্ পড়া অবস্থায়
দরজা খুলে দেয় তুমিও কি বলো, 'তোকে
আজ মাল! ঠাসা মাল লাগছে! সাইজ তো
বত্রিশ চৌত্রিশ ছত্রিশের কম হবে
না!
.

তুমি তো এখন বলবে, 'জগতের সবাই
বোন হলে বউ হবে কেডায়!'
.
আচ্ছা তোমার বউ যখন সদ্য গোসল
সেরে বাথরুম থেকে বের হয় তখন তুমি
কি শিস্ দিতে দিতে বলো 'লাল টমেটো!
মিল্ক ভিটার গোডাইন বের হয়েছে!'
.
তোমার কি তোমার মাকে দেখলে মেঝো
বৌদির কথা মনে আসে? কখনো চোখে
সাইজ মেপে দেখোনা?
.
রাগ আসতেছে! মনে মনে বলতেছো
'আমার মা বোন কিংবা বউকে কোন
শালার পো শালা এমন দৃষ্টিতে তাকালে
তার চোখ উপ্রে ফেলবো!'
.
একটু ভেবে দেখো তুমি কারো ভাই বাবার
কাছে এমনি একটি শুয়োরের বাচ্চা!
.
কথায় কথায় তো বলো ঐ দেখ্ মাগী
যায়! তোমার বোন যখন এই কথাগুলো
রাস্তার মোড়ে শুনে তাকে জিজ্ঞেস
করে দেখিও, কেমন লাগে!
.
শুধু গণপরিবহনে যাতায়াতে ৯৪%
নারী যৌন হয়রানির শিকার হয়!
.
পোশাক শিল্পে প্রায় ৮৫% নারী যৌন
হয়রানির শিকার হয়!
.
বিশ্ববিদ্যালয়ে প্রায় ৭৬% নারী
যৌন হয়রানির শিকার হয়!
.
পুলিশে প্রায় ১০% নারী যৌন
হয়রানির শিকার হয়!
.
পরিবারের নিকট আত্মীয়দের কাছে
প্রায় ৭৫% মেয়ে শিশু যৌন হয়রানির
শিকার হয়!
.
এমন একটি সেক্টর বলেন, যেখানে যৌন
হয়রানির শিকার হয়না নারীরা!
.
হেইই! যৌন হয়রানির পর শুধু মান
ইজ্জতের কথা চিন্তা করে প্রায় একশ
ভাগ নারী চুপ করে থাকে!
.
ভাগ্যিস নারীরা ম্যাজিক টুথ পাউডার
দিয়ে দাঁত মেজে ভুলে সত্যি বলা শুরু
করেনা, করলে কি হতো একবার ভেবে
দেখো!
.
তুমি বরং মাল বলার পর সে পাল্টা
প্রতিবাদ করলে তাকে মাগী বলো!
.
হেইই! তোমার মা বোন বউ তোমার
এমন শব্দের প্রতিবাদ করলে কোন
শব্দটি ব্যবহার করবে! হেইই, ভেবে
বলো!
.
#ProtectGirl 

No comments

Powered by Blogger.