কাকে কি বল, আমাদের সমাজের চারপাশ টা এমনই

যে পুরুষ বেশ্যা কে ঘৃনা করে
সে পুরুষ রাতের আধারে বেশ্যা কে বুকে জড়িয়ে নেয়,,, 
.
যে ছেলে প্রেমে ছ্যাকা খেয়ে মেয়েদের গালা গালি দেয়,,,  
কয়দিন পরে সে ছেলেটাই আবার প্রেমে পড়ে, 
.
চল চিত্তের সব চেয়ে ভদ্র মেয়েটিরও দুদিন পর ভিডিও
ফাঁস হয়,,, 
.

রাস্তাই থাকা পাগলিটারও পেটে বাচ্চা আসে,,,,
.
মায়ের বোকা ছেলেটাও প্রেমের নেশায় পড়ে যায়,,,,
.
মা বাবার চোখের গরমে ভয়ে কেঁদে দেওয়া মেয়েটাও রাতে লুকিয়ে বাঁশ বাগানে যায়,,,,,, 
.
১৬ বছরের ছেলেটাও বলে তোকে ছাড়া বাঁচবো না,, 
১০ বছরের মেয়ে টা স্টাটাস দেয় অতীত ভুলে যেতে চাই, 
.
প্রতি দিন কেউ ধর্ষিত হয়ে কেঁদে বুক ভাসায়,,,
আবার কেউ লাজ লজ্জা ভুলে
দেহের খুদা মেটায়,,,,,, 
.
কাকে দোষ দেবো 
দিন শেষে এদের নিয়েই
আমাদের সংসার
➤নারী ছলনা ময়ী
➤নারী বেঈমান
➤পুরুষ স্বার্থপর
➤পুরুষ বিশ্বাস ঘাতক
➤পরের বোনটা মাল
➤নিজের বোনটা লক্ষী
➤পরের ছেলে গাঁজা খোর
➤নিজের ছেলে রাজ কুমার
➤পরের ভাই লুচ্ছা
➤নিজের ভাই ফেরেস্তা
➤রোগা না ➤মেন্টাল না
মানুষ জাতটাই মাতাল
দৃষ্টি ভঙ্গি,চিন্তা ভাবনা বদলান জীবন বদলে যাবে....!! 

No comments

Powered by Blogger.