আমার পরিচয়টা জেনে নেওয়া যাক
আমার নাম হাসিবুল হাসান শান্ত। আমি পেশায় একজন ছাত্র। বর্তমানে আমি শান্ত-মারিয়ম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলোজি তে অনার্স ৩য় ব্যাচে পড়ছি। গ্রাফিক ডিজাইন সম্পর্কে আমার খুব ভালো দক্ষতা আছে, বর্তমানে একটা প্রাইভেট কোম্পানিতে জব করছি। এখনও বিয়ে করিনি কিন্তু খুব সিগ্রই করে ফেলবো। আমার পরিবারে আছেন বাবা,মা, বড় দুই ভাই, ছোট বোন। বড় ভাই উত্তরাতে একটা হোটেলে ম্যানেজার পদে জব করছে। আর মেঝ ভাই জার্মানিতে পড়াশুনা করছে।
আমার ব্যাপারে বেশি কিছু বলতে চাই না, শুধু বলতে চাই আমি জীবনে অনেক বড় হতে চাই। অনেক কষ্ট করতে চাই। ভালো মানুষের মত মানুষ হতে চাই। আমি আমার বাবার মুখ উজ্জ্বল করতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে ভালো কিছু করতে পারি ধন্যবাদ।


No comments