গ্রালফ্রেন্ড যখন খাদ্যপ্রেমি
খেতে বসলে ভাতের চেয়ে ঝালের জন্য পানি বেশি খায়।চটপটি খেতে নিলে চটপটির চেয়ে ফুসকা বেশি খায়।
ফুসকা খেতে গেলে ফুসকার থেকে বেশি খায় টক।
রোষ্টের চেয়ে রোষ্টের ঝোল বেশি খায়।
যত গুলো পোলাউ খায় তারচেয়ে বেশি বেরেস্তা খায়।
রান্না হওয়ার পর ততোটা খায় না, যত টেস্ট করার নামে খায়।
পানির চেয়ে বেশি খায় চা, চায়ের চেয়ে বেশি খায় হট কফি,
আর হট কফির চেয়ে বেশি খায় কোল্ড কফি...
- আহমেদ হাসান শান্ত

No comments