ব্যবসায়ীদের জন্য Software Galaxy নিয়ে এলো এক অন্যরকম সুবিধা

এই কম্পানিতি ব্যবসায়ীদের জন্য নিয়ে এলো অন্যরকম সুবিধা। এ সুবিধা সকল ব্যাবসায়িদের জন্য বরাদ্ধ আছে। Software Galaxy Ltd এর আমি একজন Graphic Designer & Marketing এর একজন কর্মী।
বলা যায় যে, এই প্রথম বাংলাদেশে এই সার্ভিসটি চালু করছি আমরাই। আমরা ব্যবসায়ী ভাই ও বোনদের কথা চিন্তা করে এই সার্ভিসটি বাজারে চালু করেছি। আমরা নতুন একটা POS বানিয়েছি। এই POS এর মাধ্যমে আপনি পারবেন আপনার ব্যবাসায়ের সকল হিসাব। আপনি এই সার্ভিসটি চালু করলে আগামি ১০০ বছর পর ও হিসাব ঠিক থাক পাবেন। এই সার্ভিসটি ব্যবহার করে আপনি ব্যবসায়ের সকল ঝুঁকির থেকে এরাতে পারবেন। আপনার ব্যবাসায়ের সকল হিসাব ঠিক থাক থাকবে কোন প্রকার ভুল হবে আপনার হিসাব সমূহে।
আমাদের এই সার্ভিসটি অনেক সুন্দর ও সহজ ভাবে মডিফাই করা হয়েছে। এতে আপনি খুব দ্রুত ও খুব সহজে হিসাব করতে পারবেন।
আপনি এই সার্ভিসটি ব্যবহার করে আপনি আপনার স্টোরের সকল প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। প্রোডাক্ট সেল করতে পারবেন। এই সার্ভিসটি ইউস করে আপনার ক্যাল্কুলেট ইউস করতে হবে না। অটো ক্যাল্কুলেট হয়ে যাবে।

আপনি যেকোনো স্থান থেকে আমাদের  এই সার্ভিসটি ইউস করতে পারবেন। আপনি ব্যাবসায়ের কাজে যদি দেশের বাহিরেও চলে যান তারপরেও আপনি এই সার্ভিসটি দেশের বাহির থেকেই ইউস করতে পারবেন দেখতে পারবেন আপনার ব্যবাসায়ের পরিস্থিতি। সঠিক হিসাব ও অনেক সুবিধা পাছেন সুধু মাত্র আমাদের কাছেই। আমাদের সার্ভিসটি আপনার নেটের সাথে লিঙ্ক করে দেওয়া হয়েছে আপনি এটা অনলাইনেও ইউস করতে পারবেন। আবার প্রয়োজনে আমাদের কাছে Desktop Mode ভার্শন আছে চাইলে আপনি সেটিও ইউস করতে পারবেন।

আপনি যদি এই পুরো সফটওয়্যারটি বানিয়ে নিতে চান তাহলে আপনার জানতে হবে ফুল বিস্নেস সম্পর্ক্ত, আপনার খরজ পরবে ২লাগ থেকে ৩ লাখ টাকা , আপনার এই সফটওয়্যারটি বানাতে সময় লাগবে ৫ মাস এই ৫ মাস সকল Developer দের সময় দিতে হবে। তারপর প্রতি মাসে আপনাকে ১০০০/১৫০০ টাকা করে ফি দিতে হবে...

সুধু মাত্র আমরাই এই এই পুরো সার্ভিসটি মাত্র ৫০০ টাকার মধ্যে দিচ্ছি প্রতি মাসে ৫০০ টাকা ফি দিয়ে আপনি পেয়ে যাচ্ছেন পুরো POS সফটওয়্যারটি। এই সুবিধা সিমিত সময়ের জন্য জারা দ্রুত Register করবেন তারা সবাই ৫০০ টাকার মধ্যে পাবেন প্রতি মাসে ৫০০ টাকাই দিয়ে যাবে। কিছু দিন পরে আমাদের অফার শেষ হয়ে যাবে শেষ হলে তখন আমাদের অফার গিয়ে দারাতে পারে এর থেকেও বেশি। তখন তার ওই পরিমাণ টাকাই টাকা প্রতি মাসে বেয়ার করতে হবে।

লিখাঃ আহমেদ হাসান শান্ত
অফিস লোকেশনঃ খিলখেত, নিকুঞ্জ-২, হাউসঃ ৬, রোডঃ ১০
www.softwaregalaxyltd.com
Facebook: facebook.com/softwaregalaxyltd 

No comments

Powered by Blogger.