ভ্যালেন্টাইন’স ডে-তে একা থাকাও ভাল!
ভ্যালেন্টাইন’স ডে বা বিশ্ব ভালবাসা দিবস ১৪ ফেব্রুয়ারি। দিনটি ঘিরে বিশ্বব্যাপী প্রেমিক-প্রেমিকাদের মাঝে অন্যরকম এক উত্তেজনা কাজ করে। নানা ঢঙে, নানা রঙে তারা দিনটি পালন করে।
অন্যদিকে, যারা এখনো একা তাদের অনেকের মাঝে হতাশাও দেখা যায় এ দিনটিতে। তাদের আফসোসের পারদ বেড়ে যায় যে, কেন তাদের সঙ্গী নেই। যারা এমন হতাশায় ভুগছেন তাদের জন্য সুখবর হল ভ্যালেন্টাইন’স ডে’তে একাও থাকাও ভাল। নানা কারণেই একা থাকার কিছু সুবিধা দেখে নিন।
১. ভ্যালেন্টাইন’স ডে’তে প্রেমিক-প্রেমিকারা প্রচণ্ড মানসিক চাপে থাকেন। সঙ্গীকে কোথায় নিয়ে যাবে, কি খাওয়াবে, কি উপহার দিবে এই ভাবনায় সে মানসিক চাপে থাকে। আপনি একা হওয়ার কারণে এসব চিন্তা না থাকায় ফুরফুরে মেজাজেই দিনটি কাটাতে পারবেন।
২. প্রত্যাশার চাপেও এ বিশেষ দিনটিতে যুগলরা মানসিক চাপে থাকে। তাদের প্রত্যাশা ঘিরে থাকে না জাকি কি ‘সারপ্রাইজ’ তার জন্য অপেক্ষা করছে। যে একা তার এমন ভাবনা নেই।
৩. নিজে যদি একটু হিসেবি হন তাহলে এমন দিনে আপনি একা হয়েই ভাল করেছেন। আপনার কষ্টে উপার্জিত টাকা অন্য কারও জন্য উপহার কিনে বা খাওয়াতে গিয়ে খরচ হচ্ছে না। বরং সেই টাকা নিজের খরচে ব্যবহার করুন, প্রশান্তি পাবেন।
৪. আপনার মতো যেসব বন্ধুরা একা আছেন তাদের সাথে ঘুরতে যান, খেতে যান। এর ফলে আপনাদের বন্ধুত্বও গাঢ় হল, হতাশা থাকলে তাও কেটে গেল।
অন্যদিকে, যারা এখনো একা তাদের অনেকের মাঝে হতাশাও দেখা যায় এ দিনটিতে। তাদের আফসোসের পারদ বেড়ে যায় যে, কেন তাদের সঙ্গী নেই। যারা এমন হতাশায় ভুগছেন তাদের জন্য সুখবর হল ভ্যালেন্টাইন’স ডে’তে একাও থাকাও ভাল। নানা কারণেই একা থাকার কিছু সুবিধা দেখে নিন।
১. ভ্যালেন্টাইন’স ডে’তে প্রেমিক-প্রেমিকারা প্রচণ্ড মানসিক চাপে থাকেন। সঙ্গীকে কোথায় নিয়ে যাবে, কি খাওয়াবে, কি উপহার দিবে এই ভাবনায় সে মানসিক চাপে থাকে। আপনি একা হওয়ার কারণে এসব চিন্তা না থাকায় ফুরফুরে মেজাজেই দিনটি কাটাতে পারবেন।
২. প্রত্যাশার চাপেও এ বিশেষ দিনটিতে যুগলরা মানসিক চাপে থাকে। তাদের প্রত্যাশা ঘিরে থাকে না জাকি কি ‘সারপ্রাইজ’ তার জন্য অপেক্ষা করছে। যে একা তার এমন ভাবনা নেই।
৩. নিজে যদি একটু হিসেবি হন তাহলে এমন দিনে আপনি একা হয়েই ভাল করেছেন। আপনার কষ্টে উপার্জিত টাকা অন্য কারও জন্য উপহার কিনে বা খাওয়াতে গিয়ে খরচ হচ্ছে না। বরং সেই টাকা নিজের খরচে ব্যবহার করুন, প্রশান্তি পাবেন।
৪. আপনার মতো যেসব বন্ধুরা একা আছেন তাদের সাথে ঘুরতে যান, খেতে যান। এর ফলে আপনাদের বন্ধুত্বও গাঢ় হল, হতাশা থাকলে তাও কেটে গেল।
No comments